চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘শুদ্ধ’ নির্বাচন করে শহিদদের ঋণ শোধ করতে চায় ইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র বাতিলের পরের দিন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, ৩০ ডিসেম্বর শুদ্ধ নির্বাচন করে শহিদদের ঋণ শোধ করবে নির্বাচন কমিশন। 

সোমবার প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি নির্দেশ দিয়ে বলেন, সারাদেশের ভোটকেন্দ্রের সব অনিয়ম বন্ধে সর্ব শক্তি প্রয়োগ করতে হবে।

‘‘যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় নির্বাচনীযুদ্ধে সব শক্তি নিয়ে ঝাপিয়ে পড়তে হবে।”

মাহবুব তালুকদার বলেন, নির্ভয়ে প্রিজাইডিং অফিসারদের কাজ করতে হবে। যদি তারা ব্যর্থ হয়, নির্বাচনও ব্যর্থ হবে।

রোববার সারাদেশে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আর বৈধতা পায় ২ হাজার ২৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র।

সারাদেশে ৩০০ আসনের বিপরীতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।