চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবনতি

শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার ধারণা সূচকে বাংলাদেশের অবনতি হয়েছে, দুই ধাপ নিচে নেমে ১৪ থেকে এখন ১২ নম্বরে বাংলাদেশ। এমন তথ্য উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচকে।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই এর দুর্নীতির ধারণা সূচক সিপিআই ২০২০ প্রকাশ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুর্নীতির ধারণা সূচকের তালিকায় ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৬তম, আর স্কোর ২৬। এই তালিকার নীচের দিকে থেকে বাংলাদেশের অবস্থান ১২ নম্বরে। সঙ্গে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাকলিক ও উজবেকিস্তানের নাম। তালিকায় শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ সোমলিয়া আর সাউথ সুদান।

দুর্নীতিতে বাংলাদেশের এমন অবস্থানের কারণ ব্যাখ্যা করেন ড. ইফতেখারুজ্জামান।

দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে মালদ্বীপ। তালিকায় বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্থ দেশ হচ্ছে ডেনমার্ক, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড।