চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশু রাজন হত্যায় ৫ দিনের রিমান্ডে মুহিত

শিশু রাজনের হত্যাকারীদের ধরতে প্রশাসনের প্রতি ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে এলাকাবাসী। এর মধ্যে সকল খুনিরা গ্রেফতার না হলে সিলেট অচল করার মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। এদিকে হত্যাকান্ডের ঘটনায় আটক মুহিতের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিলেটের মহানগর হাকিম আদালত (এমএম-২) এর বিচারক ফারহানা ইয়াসমিন আজ সোমবার এ আদেশ দেন।

সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেআলী গ্রামে রাজনের বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশে এলাকাবাসী প্রশাসনের প্রতি এ আল্টিমেটাম দেয়। এলাকাবাসীর অভিযোগ, দিনে দুপুরে একটি শিশুকে এভাবে নির্যাতন ও হত্যার পরও পুলিশ তাদের সক্রিয়তা দেখাচ্ছে না।

তবে পুলিশ বলছে আসামীদের ধরতে সবধরণের চেষ্টা করছে তারা। গতকাল (রোববার) রাতভর সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকায় ঘটে যাওয়া ওই ঘটনায় সারাদেশে তোলপাড় শুরু হয়েছে। ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে ঘটনাটির ভিডিও চিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেয় হত্যাকারীরা।

মঙ্গলবার সিলেটের কুমারগাঁও উপজেলার বাস স্টেশন এলাকার সুন্দর আলি মার্কেটের সামনে এ হত্যার ঘটনা ঘটে । শিশুটি আদৌ চুরি করেছিলো কিনা সে বিষয়ে কেউই কিছু বলতে পারেনি। অথচ তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জালালাবাদ থানায় ৪ জনকে আসামী করে মামলা করে। শিশুটির মৃত্যুর পর লাশ গুম করার সময় মুহিতকে আটক করে পুলিশ।