চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে বললেন মুশফিক

শিশু হত্যা ও নির্যাতনের বিপক্ষে দ্রুত সবাইকে সোচ্চার হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে খেলনা বিরতণ কর্মসূচিতে অংশ নিতে এসে সম্প্রতি শিশু রাজন-রাকিব হত্যা ঘটনার প্রতিবাদও জানান তিনি।

ব্যাট আর গ্লাভস হাতে ২২ গজের ‘অসাধারণ এক যোদ্ধা’ মুশফিকুর রহিম। গত ক’বছর বাংলাদেশেল ক্রিকেটে আস্থাশীলতারও অনন্য এক প্রতীক। তবে এবার ক্রিকেটের বাইরে নতুন আরেক যুদ্ধে বাংলাদেশের অধিনায়ক।

মিরপুরের হোম অব ক্রিকেট নয়, বৃহস্পতিবার মুশফিক ছিলেন শ্যামলীতে- ঢাকা শিশু হাসপাতালে। এক্স-ক্যাডেট ফোরামের আমন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘টয়েস আর ইয়োরস’ নামের এক ক্যাম্পেইনে অংশ নেন তিনি।

বিপক্ষ দলের বোলারদের জন্য কোনো ‘দয়ামায়া’ না দেখালেও শিশুদের জন্য সব সময়ই অনন্ত ভালোবাসা মুশফিকের, জানিয়েছেন তাদের হাসিতেই মানসিক স্বস্তি পান টেস্ট ক্যাপ্টেন।

ক্রিকেটের সঙ্গে সঙ্গে ভবিষ্যতেও শিশুদের জন্য কাজ করার আগ্রহ জানানোর পাশাপাশি সবাইকে শিশু নির্যাতন রুখে দাঁড়ানোর আহবান জানান মুশফিকুর রহিম।