চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিরোপার রেকর্ড গড়ে ১০০০% নিশ্চয়তা রোনালদোর

তুরিনে ঘরের মাঠে শনিবার রাতে ড্র করলেই ইতালির ঘরোয়া লিগ টানা আটবার জেতার নজির তৈরি করত জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর দল সেই ইতিহাস তৈরি করেছে ফিওরেন্টিনাকে ২-১ গোলে হারিয়েই।

৬৭ পয়েন্ট নিয়ে লিগের দু’নম্বরে থাকা নাপোলির চেয়ে জুভেন্টাস এগিয়ে ২০ পয়েন্টে। নাপোলির এখনো ৬টি ম্যাচ বাকি থাকলেও জুভদের ছোঁয়া অসম্ভব। তাই ফিওরেন্টিনার বিরুদ্ধে ম্যাচ জিতে ৫ ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন ‘তুরিনের বুড়িরা’। লা-লিগা, সিরি আ, বুন্দেসলিগা, লিগ ওয়ান ও প্রিমিয়ার লিগ ধরলে জুভেন্টাসই প্রথম ক্লাব যারা টানা আটবার ঘরোয়া লিগ জয়ের স্বাদ পেল।

শুধু জুভেন্টাসই না, সেই সঙ্গে ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন রোনালদো। ফুটবল বিশ্বে তিনিই প্রথম যিনি প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি আ, তিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদ জার্সিতে লা লিগা ও জুভ জার্সিতে সিরি আ জয়ের নজির গড়লেন সিআর সেভেন।

তবে জুভেন্টাস সমর্থকদের টানা আটবার সিরি আ জয়ের চেয়েও খুশির খবর দিয়েছেন রোনালদো। ম্যাচের পরে তার কাছে সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন আগামী মৌসুমে তিনি জুভেন্টাসেই খেলবেন কি না?

রোনালদোর উত্তর, ‘আগামী মৌসুমে এই ক্লাবেই থাকছি। আমি যে জুভেন্টাসে খেলব তা ১০০০% ঠিক আছে।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো জুভেন্টাসে আসার পর তাকে ঘিরেই ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখেছিলেন তুরিনের সমর্থকরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আয়াক্সের কাছে হারের পরে সেই স্বপ্নভঙ্গ হয়েছে। এবার পর্তুগিজ তারকা আগামী মৌসুমেও জুভেন্টাসে খেলার ব্যাপারে সমর্থকদের নিশ্চয়তা দেয়ায় টানা আটবার সিরি আ জয়ের দিন থেকেই আগামী চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সমর্থকরা।