চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের স্রোত

করোনাভাইরাস পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকলেও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকাগামী যাত্রীদের স্রোত শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের এ নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পদ্মা পাড়ি দেওয়ার পর শিমুলিয়াঘাট থেকে অটোরিকশা, মিশুক আর রিকশায় করে সড়কে ভেঙে ভেঙে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের কর্মস্থলে ছুটছেন দক্ষিণবঙ্গের লোকজন। ওই সব যানবাহনে চড়তে গিয়ে যাত্রীদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান: সকালের দিকে রো-রো ফেরী বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, ফেরী ক্যামেলিয়া, কিশোরী ও ফেরী রায়পুরায় কাঁঠালবাড়িঘাট থেকে যাত্রীবোঝাই করে ছেড়ে আসে শিমুলিয়াঘাটে। ফেরীগুলোতে অসংখ্য যাত্রী ছিল।

ফেরী ছাড়াও ট্রলারে করে যাত্রী পারাপার হচ্ছে। এতে করে একদিকে বাড়ছে জীবনের ঝুঁকি, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে করোনা ছড়িয়ে পড়া নিয়ে।

করোনাভাইরাস পরিস্থিতিতে এমন অপরিকল্পিত ও বিশৃঙ্খল চলাচলের ফলে দেশে করোনা আক্রান্তের ঝুঁকি বাড়ছে।