চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষিত মানুষ এগুলো কিভাবে লেখে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও কুরুচিপূর্ণ কথা লেখার বিষয়ে সতর্ক করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রশ্ন রেখে বলেছেন: শিক্ষিত মানুষ এগুলো কিভাবে লেখে?

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মামলায় গ্রেফতার সিলেটের গোলাম সরোয়ারকে হাইকোর্টের দেয়া জামিন মেডিকেল গ্রাউন্ডে বহাল রেখে রোববার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

এসময় শুনানিতে আসামি পক্ষের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন: শিক্ষিত মানুষ কিভাবে এগুলো লেখে? আমেরিকায়ও তো মানুষ ‘স্যাটায়ার’ করে। কিন্তু আমাদের এখানের মত এত কুরুচিপূর্ণ কথা লেখা লেখে না।

প্রধান বিচারপতি বলেন: মনে রাখতে হবে যে, দেশের ইমেজ সবার আগে। কারও লেখায় দেশের ইমেজ নষ্ট হলে আমরা জামিন বিবেচনা করব না।

এসময় গোলাম সরোয়ারের আইনজীবীকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন: আমরা সতর্ক করে দিচ্ছি যে, এরকম আর হলে জামিন হবে না।

আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।