চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় নয়: হাইকোর্ট

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের কোনো শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি বা পরীক্ষা বাবদ অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সেই সঙ্গে এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফরম পূরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেওয়া বর্ধিত ফি ৩০ দিনের মধ্যে ফেরত না দিলে ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি স্থগিত হয়ে যাবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া সরকার নির্ধারিত ফি থেকে বেশি ফি আদায় করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলেও আদেশ দেন আদালত।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। আর ঢাকা শিক্ষাবোর্ডের আইনজীবী ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান।

এর আগে ২০১৪ সালে একটি দৈনিক পত্রিকায় ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে সুয়োমোটো রুল জারি করেন হাইকোর্ট। আজ বিষয়টির উপর আদেশ দেন আদালত।