চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন তারা সব ধরনের শিক্ষায় পারদর্শী হয়। শিক্ষার্থীরা যেনো চাপমুক্ত থেকে আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী হয়, সেজন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

গণভবনে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করে এসব বলেন তিনি।

শেখ হাসিনা বলেন: ‘শিক্ষা ছাড়া একটা জাতি কখনো সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। আমরা সরকারে এসে শিক্ষাকে অনেক গুরুত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকার আসার পর সারাদেশে বিনামূল্যে বই দেয়া শুরু হয়েছে। বঙ্গবন্ধুর দেখানো পথে অবৈতনিক করেছি শিক্ষাকে।’

‘এছাড়া খেলাধুলার দিকও নজর দিয়েছি। প্রত্যেক এলাকায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিয়েছি যেনো প্রত্যেকটা ছেলে-মেয়ে সেখানে খেলাধুলা করতে পারে।’

শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে উন্নত করার বিষয়টিতে গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন:  ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি যাতে বই পড়ে শেখার পাশাপাশি চোখে দেখে শিখতে পারে। কম্পিউটার শিক্ষার ব্যবস্থাও করেছি। প্রত্যন্ত এলাকায় ভ্যানে করে গাড়িতে করে। হাওর এলাকায় নৌকায় করে। যাতে ছোট্ট শিশুরা অল্প বয়সেই প্রযুক্তির সাথে অভ্যস্ত হতে পারে।’

শিক্ষার্থীদের পড়ার বিষয়ে চাপ না দেবার জন্য শিক্ষকদের অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন: ‘শিক্ষার্থীরা নিজের গরজে পড়বে। আকাঙ্খায় পড়বে। খেলাধুলার মাধ্যমে লেখাপড়া শিখবে। সে বিষয়ে শিক্ষদের অনুরোধ করছি। বারবার পড়তে না বলে আনন্দের সঙ্গে লেখাপড়ায় আগ্রহী করে তুলতে হবে।’

সেসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন: ‘নতুন প্রজন্ম আগামী দিনের দেশের কর্ণধার হবে। সেজন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বিশ্বসভায় আমরা যে মর্যাদা পেয়েছি সেই মর্যাদা আরও বৃদ্ধি করতে হবে।’

পিইসি-জেএসসি পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বৈষম্য ও দারিদ্র্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।