চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিক্ষক হৃদয় মণ্ডলের জামিন শুনানি আজ

মুন্সিগঞ্জে ধর্ম অবমাননার মামলায় বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের জামিন শুনানি আজ।

জেলা ও দায়রা জজ আদালতে এই জামিন শুনানি দুপুরের দিকে শুরু হবে বলে জানা গেছে। বিচারক মোতাহারাত এর আদালতে তার জামিন শুনানি হবে।

হৃদয় মন্ডলের পক্ষের আইনজীবী এডভোকেট শাহিন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, নিম্নআদালতে তার জামিন নামঞ্জুর হওয়ার কারণে জেলা দায়রা জজ আদালতে ‘ফৌজদারি বিবিধ মামলা (সিআরমিস)’ করা হয়। চলতি মাসের ৪ তারিখ আদালত মামলাটি আমলে নেন এবং নথি তলব করেন। এবং ১০ তারিখ জামিন শুনানির তারিখ নির্ধারণ করেন।

তার আইনজীবী আরো জানান, আজকে তার জামিন নামঞ্জুর হলে তারা উচ্চ আদালতে যাবেন।

স্কুলের বিজ্ঞান শিক্ষার একটি ক্লাসে একজন শিক্ষার্থীর প্রশ্নের জবাবে ধর্ম আর বিজ্ঞানের পার্থক্য নিয়ে আলোচনা করেছিলেন শিক্ষক হৃদয় মণ্ডল। সেটা গোপনে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে সামাজিক মাধ্যম ছাড়াও ঢাকা ও দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে।