চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘শিকলবাহা’ ছবির জন্য চাই নতুন মুখ

‘শিকলবাহা’ ছবির গল্প হারিয়ে যাওয়া দুই বন্ধু আর একটা নদীর খোঁজে অনিশ্চিত যাত্রা নিয়ে। পরিচালক কামার আহমাদ সাইমনের নতুন ছবি। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এবং পরিচালনা করছেন তিনি। প্রযোজনা করছেন সারা আফরীন। এই ছবির জন্য নতুন মুখ খুঁজছেন তারা। আজ বৃহস্পতিবার দুপুর থেকে প্রযোজনা প্রতিষ্ঠান সূচনার ফেসবুক পেজে এই প্রচারণা শুরু হয়।

সূচনা থেকে জানানো হয়, ‘শিকলবাহা’ ছবির কেন্দ্রীয় চরিত্র তিরিশোর্ধ দুই তরুণ আর এক তরুণীর খোঁজ করা হচ্ছে। পার্শ্ব-চরিত্রের জন্য ১২ থেকে ৯০ বছর বয়সের ছোট-বড় মিলিয়ে প্রায় সাতচল্লিশটি নতুন মুখ প্রয়োজন।

২০১৬ সালে অনুষ্ঠিত বিশ্বব্যাপী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের মর্যাদাপূর্ণ অনুদান পুরস্কার ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ জিতেছে কামার আহমাদ সাইমনের এই চিত্রনাট্য। শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে।

চার দেশের কলাকুশলী আর যৌথ প্রযোজনায় তৈরি হবে সিনেমা ‘শিকলবাহা’’। বাংলাদেশ ছাড়া জার্মানি, ফ্রান্স ও ভারতের কয়েকজন সিনেমা-প্রফেশনাল কাজ করবেন এই ছবিতে।

অভিনয়ে আগ্রহীরা অডিশনের জন্য ২৬ মার্চের মধ্যে ০১৬৭২৬৯৮৬১২, ০১৭১৬৪৫৪০৬০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।