শাহরুখ খান এবং আনুশকা শর্মা সোমবার গিয়েছিলেন বেনারস-এ। সেখানে গিয়ে ৭০ বছরের পুরানো একটি পানের দোকানের পান খেয়ে মুখ রাঙিয়েছেন তারা।
ইমিতিয়াজ আলি পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবির শেষ মূহূর্তের প্রচারণা চলছে এখন। ছবির প্রচারণার জন্য ভারতের নানান স্থানে ঘুরে বেড়িয়েছেন শাহরুখ এবং আনুশকা। বেনারসেও তারা গিয়েছিলেন প্রচারণার কাজেই। গাড়িতে পুরো শহরটা ঘুরে বেড়াচ্ছিলেন। এসময়ে এলাকার বিখ্যাত পানের দোকানের কথা শুনে সেখানে গিয়ে বেনারসের পানের স্বাদ নেয়ার পরিকল্পনা করলেন তারা। ৭০ বছরের পুরানো দোকান ‘তামবুলাম পান’ এ গিয়ে পান খেলেন শাহরুখ এবং আনুশকা। ঐ মুহূর্তগুলোর ছবি তুলে রাখতেও ভুললেন না শাহরুখ। টুইটার অ্যাকাউন্টে বেনারস সফরে পান খাওয়ার ছবি গুলো শেয়ার করেছেন শাহরুখ।
বেনারসে যাওয়ার আগে শাহরুখ এবং আনুশকা গিয়েছিলেন লুধিয়ানা, জলন্ধার, যোধপুর এবং জয়পুরে। চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবিটি ৪ আগস্ট মুক্তি পাচ্ছে। মিড-ডে।











