চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকার ২০টি স্বর্ণবার আটক করেছে শুল্ক গোয়েন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ০৮৭ ফ্লাইটের ভেতরে সিটের নিচে লুকানো অবস্থায় শুল্ক গোয়েন্দার একটি দল এই স্বর্ণ উদ্ধার করে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড.মইনুল খান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানটি অবতরণের পরে শুল্ক গোয়েন্দা দল কর্তৃক আকস্মিক তল্লাশিকালে বিমানের ৭-ই সিটের নিচে ২০ টি স্বর্ণবার উদ্ধার করে। অনুসন্ধানে জানা যায়, এই সিটে কোন যাত্রী ছিল না। স্বর্ণবারগুলো কালো, হলুদ এবং বাদামি রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় ২টি প্যাকেটে পাওয়া যায় ।

তিনি আরও বলেন, কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার সামনে স্কচটেপ মোড়ানো প্যাকেটগুলো খুললে ১০ টি করে মোট ২০ টি স্বর্ণবার পাওয়া যায় । আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য এক কোটি টাকা।

এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এবং অধিকতর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান মইনুল খান।