চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাল বনের বন্যপ্রাণীরা অস্তিত্ব সংকটে

মুসলিম উদ্দিন আহমেদ: দেশের তৃতীয় বৃহত্তম মধুপুরের শাল গজারি বনের বন্যপ্রাণীগুলো অস্তিত্ব সংকটে পড়েছে। দখল, দূষণসহ নানাভাবে এ বন ক্ষতিগ্রস্ত করায় বিপন্নপ্রায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। খাবার না পেয়ে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসায় স্থানীয়রা তাদের পিটিয়ে মেরে ফেলছে।

এক সময় এ বন হরিণ, সজারু, খরগোশ, কচ্ছপসহ বিভিন্ন জীব-বৈচিত্র্য সমৃদ্ধ ছিল। ছিল ৫শ’ ধরনের ওষুধি গাছ। এখনও সংরক্ষিত এলাকায় চোখে পড়ে হরিণ, বানর, মুখ পোড়া হনুমান ও বাগডাস।

তবে, দখল হতে হতে সংকুচিত হয়ে পড়ছে মধুপুরের এ বিশাল বন। এসব প্রাণী আবাসস্থল, খাবার ও পানি সংকটে পড়েছে।

মধুপুর গড়ে এসব প্রাণীর অবাধ বিচরণের উপযুক্ত ক্ষেত্র তৈরির পরামর্শ দিচ্ছেন প্রাণিবিদরা।

এসব বন্যপ্রাণির জন্য সরকারি খাবারের বরাদ্দ ও অন্য সুযোগ সুবিধা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বন বিভাগের কর্মকর্তারা।এসব প্রাণী বাঁচাতে সবার আগে বন রক্ষার দাবি প্রকৃতিপ্রেমীদের।