চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শান্তি আলোচনা আবারো শুরু করতে প্রস্তুত রাশিয়া: মেডিনস্কি

ইউক্রেনজুড়ে আরও তিন মাসের সামরিক আইন জারি

শান্তি আলোচনা আবারো শুরু করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন, ক্রেমলিনপন্থী রুশ মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেডিনস্কি। এ বিষয়ে মস্কোর উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী হামলা জোরদার করায় পাল্টা প্রতিরোধে, প্রতিদিন ৫০ থেকে একশো ইউক্রেনীয় সেনার মৃত্যুর আশঙ্কা করছেন ইউক্রেন প্রেসিডেন্ট। মিকোলাইভ ও ডনবাসে সেনা স্থাপনায় বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। দোনেৎস্কে গোলাবর্ষণে ৫ বেসামরিক নাগরিক নিহত ও ১১ জন আহত হয়েছে।

লুহানস্কেও চলছে তীব্র লড়াই। রুশ অভিযানকে কেন্দ্র করে ইউক্রেনজুড়ে জারি করা সামরিক আইনের মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়ানো হয়েছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনীয়দের নিজেদের ভবিষ্যৎ নিজেদের নির্ধারণ করার অধিকার রয়েছে। ইউক্রেনের পার্লামেন্টে দেওয়া ভাষণে, সেনা প্রত্যাহারে মস্কোর প্রতি আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহবান জানান তিনি।

আর ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আবেদন চূড়ান্ত করতে ১৫ থেকে ২০ বছর সময় লাগতে পারে জানিয়ে, এ বিষয়ে সতর্ক করেছে ফ্রান্স।