চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শাকিল এনে দিলো চতুর্থ স্বর্ণ

সাউথ এশিয়ান গেইমসে একদিনের হতাশা কাটিয়ে আরো একটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। ছেলেদের শ্যুটিংয়ে ৫০ মিটার ফ্রি-পিস্তল ইভেন্টে এবারের আসরে বাংলাদেশকে চতুর্থ  স্বর্নপদক এনে দিয়েছেন শাকিল আহমেদ।
১৮৭ দশমিক ছয় পয়েন্ট স্কোর করে  সোনার পদক জেতেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যুটার  শাকিল। জমজমাট প্রতিদ্বন্দ্বিতায়  স্কোরে  শাকিল দশমিক তিন শূণ্য ব্যবধানে  পেছনে ফেলেন ভারতের ওম প্রকাশ’কে।
ভারতীয় শ্যুটার ওম প্রকাশ ১৮৭ দশমিক তিন পয়েন্ট স্কোর করে রূপা জেতেন।  ফ্রি পিস্তলের দলগত ইভেন্টে অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া হওয়া বাংলাদেশ শেষ পর্যন্ত লাভ করে ব্রোঞ্জ পদক।  
মেয়েদের একশো মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফেভারিট হয়েও পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। 
এর আগে ১০০ মিটার ও ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুইটি স্বর্ণ পদক লাভ করেন বাংলাদেশের মাহফুজা খাতুন শীলা এবং মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ক্যাটাগরিতে স্বর্ণপদক জিতেন মাবিয়া আক্তার সীমান্ত।

শনিবার শুরু হওয়া ১২তম সাউথ এশিয়ান গেমসের তৃতীয় দিন ভারোত্তোলনে বাংলাদেশকে আসরের প্রথম স্বর্ণ পদকের গৌরবজনক প্রাপ্তি এনে দেন সীমান্ত। সেদিনই ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে দেশকে দ্বিতীয় স্বর্ণ উপহার দেন মাহফুজা। ভারতের গোহাটিতে অনুষ্ঠিত এবারের আসরে পরে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকেও স্বর্ণ পদক পান মাহফুজা।