চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শরীয়তপুরে ভারি বর্ষণে নষ্ট হচ্ছে পাট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে শরীয়তপুরের নিম্নাঞ্চলের বেশিরভাগ জমির পাট পচে নষ্ট হয়ে গেছে। এতে পাট চাষিরা পড়েছেন ক্ষতির মুখে।

টানা সাতদিনের বৃষ্টিতে শরীয়তপুর জেলা সদর, গোসাইরহাট, নড়িয়া, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের বেশিরভাগ জমির পাট তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ভাষানচর দাতপুর ব্লকে। এ ব্লকের তিনশ’ হেক্টরের মধ্যে একশ’ হেক্টর জমির পাট সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

জমি থেকে দ্রুত পানি অপসারণের ব্যবস্থা করা গেলে ক্ষতির পরিমাণ অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি কর্মকর্তা।

পাটের ক্ষতি পুষিয়ে নিতে ওই জমিতে ধান চাষের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। চলতি বছর জেলায় ২৮ হাজার দুশ’ ৫২ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্য ধরা হলেও চাষ হয়েছে আরো বেশি জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দু’লাখ ৮৬ হাজার পাঁচশ’ ৩৯ বেল।

বিস্তারিত দেখুন শরীয়তপুর প্রতিনিধি এস এম মজিবুর রহমানের রিপোর্টে: