চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শরণার্থীদের প্রবেশের অনুমতি দেবে তুরস্ক

সিরিয়ার আলেপ্পো শহর থেকে তুরস্ক সীমান্তে পালিয়ে আসা হাজারো শরণার্থীকে প্রয়োজনে প্রবেশের অনুমতি দেবে তুরস্ক, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

তিনি বলেছেন, সিরীয় শরণার্থীরা যদি একান্তই নিরুপায় হয়ে আশ্রয় চায়, তবে ভ্রাতৃত্ববোধের জন্য হলেও তাদের গ্রহণ করতেই হবে।

রাশিয়ার বিমান হামলার সহয়তায় সিরিয়ার সরকারী বাহিনী বিদ্রোহীদের সাথে আলেপ্পোতে যে লড়াই চালাচ্ছে, তা থেকে বাঁচতে গত কয়েকদিনে কমপক্ষে ৩৫ হাজার মানুষ তুরস্ক সীমান্তে ঠাঁই নিয়েছে।

সিরিয়া সরকারের এই অভিযান অব্যাহত থাকলে আরও ৭০ হাজার মানুষ সীমান্তে জড়ো হওয়ার আশঙ্কা করছে তুরস্ক।