চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শপথ নিলেন হাইকোর্টের ৯ অতিরিক্ত বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ৯ অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন।

সোমবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অতিরিক্ত ৯ বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করা ৯ অতিরিক্ত বিচারপতি হলেন:

১. মোঃ মাহ্‌বুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ (পি আর এল ভোগরত)
২. শাহেদ নূর উদ্দিন, জেলা ও দায়রা জজ (পি আর এল ভোগরত)
৩. ড. মোঃ জাকির হোসেন, রেজিস্ট্রার জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৪. ড. মোঃ আখতারুজ্জামান স্পেশাল জজ-৫, (জেলা ও দায়রা জজ, ঢাকা)
৫. মোঃ মাহমুদ হাসান তালুকদার, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
৬. কাজী ইবাদত হোসেন, অ্যাডভোকেট. বাংলাদেশ সুপ্রিম কোর্ট
৭. কে এম জাহিদ সারওয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল
৮. এ, কে, এম জহিরুল হক, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
৯. কাজী জিনাত হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল

আজকের এই শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য এই ৯ অতিরিক্ত বিচারপতির নিয়োগ কার্যকর হবে।

এর আগে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী অতিরিক্ত বিচারপতি হিসেবে এই ৯ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এই ৯ অতিরিক্ত বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এখন মোট বিচারপতির সংখ্যা ১০০ জন। আর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতি রয়েছেন ৭ জন।

সর্বশেষ ২০১৮ সালের ৩০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়।