চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শতাব্দীর দীর্ঘতম পূর্ণ চন্দ্রগ্রহণ

চলতি শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে। ঢাকার স্থানীয় সময় রাত ১১টা ১৩ মিনিট থেকে এই চন্দ্রগ্রহণের উপচ্ছায়া পর্যায় শুরু হয়েছে, চন্দ্রগ্রহণের সর্বশেষ পর্যায় সমাপ্ত হবে রাত ৫টা ৩০ মিনিটে।

এটি একুশ শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী পূর্ণ চন্দ্রগ্রহণ। এ বছরের ৩১শে জানুয়ারি যে পূর্ণ চন্দ্রগ্রহণ হয়েছিল তার স্থায়িত্বকাল ছিল ১ ঘণ্টা ১৬ মিনিট।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা জানিয়েছে, এবারের চন্দ্রগ্রহণের সময় প্রায় পাঁচ ঘণ্টা। এই দীর্ঘ সময়ে আলো-আধারিতে ঢাকা থাকবে চাঁদ।

পূর্ব আফ্রিকা, মধ্য প্রাচ্য, মধ্য এশিয়ায় সবচেয়ে পরিস্কার দেখা যাবে এই গ্রহণ। আমেরিকায় ৮৩ মিনিট দেখা গেলেও এসব অঞ্চলে পুরো ১০৩ মিনিট ধরেই উপভোগ করা যাবে চন্দ্রগ্রহণ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রীতিমত উৎসবের আমেজে এই ‘ব্লাড মুন’ দেখার আয়োজন করেছে।

এরই ধারাবাহিকতায় ঢাকার বিজ্ঞান জাদুঘরও দর্শনার্থীদের জন্য চন্দ্রগ্রহণ দেখার আয়োজন করেছে। এ উপলক্ষে রাত সাড়ে ১০টা থেকে জাদুঘর উন্মুক্ত রয়েছে।