চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শচীনের ৩০ বছরের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের কিশোরী

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে ৪৯ বলে ৭৩ রানের এক ইনিংস খেলেছেন শেফালি ভার্মা। এই এক ইনিংস দিয়ে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ৩০ বছর পুরনো রেকর্ড ভেঙেছেন ভারতীয় নারী দলের সর্বকনিষ্ঠ এই ব্যাটসম্যান!

১৯৮৯ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ফিফটি পেয়েছিলেন শচীন। ১৬ বছর ২১৪ দিন বয়সে করা তার সেই ফিফটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে কম বয়সে ফিফটির রেকর্ড।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শনিবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন ভার্মা। ১৫ বছর ২৮৫ বছর বয়সে গড়েছেন ফিফটির রেকর্ড। ৪ ছক্কা ও ৬ চারে গড়া তার ৭৩ রানের ইনিংসে ৮৪ রানের বড় জয় পেয়েছে ভারত।

রেকর্ডটা অবশ্য আগেই গড়তে পারতেন শেফালি। গত মাসে নিজের টি-টুয়েন্টি সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৩ রান করে আউট হয়ে যান হরিয়ানা থেকে উঠে আসা কৈশোর না পেরোনো এই ব্যাটসম্যান। অবশ্য বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তির রেকর্ড ভাঙার পর আর আক্ষেপ থাকার কথা নয় ভারতীয় ওপেনারের।