চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ডের আবেদন

সাংবাদিক নেতা শওমত মাহমুদকে রমনা থানার গাড়ি পোড়ানো মামলায় ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। বুধবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়।

নাশকতার ৩ মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস- বিএফইউজে-র একাংশের সভাপতি শওকত মাহমুদকে মঙ্গলবার গ্রেফতার করা হয়।

আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলনে যাওয়ার পথে রাজধানীর পান্থপথ থেকে শওকত মাহমুদকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে, যাত্রাবাড়ী থানা এলাকায় পেট্রোল বোমা হামলা চালিয়ে যাত্রী হত্যা চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

শওকত মাহমুদকে আটকের ঘটনায় সংবাদ সম্মেলন বাতিল করে আদর্শ ঢাকা আন্দোলন।