চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লেস্টারের অপেক্ষা দীর্ঘ করল ম্যানইউ

শুরুতে রূপকথা মনে হলেও, শেষ পর্যন্ত তা পরিণত হয় জ্বলন্ত বাস্তবে। ওই বাস্তবতাকে সঙ্গি করে ইতিহাস গড়ার অপেক্ষাটা আরো বেড়েছে লেস্টার সিটি।

আজ তিন পয়েন্ট পেলেই প্রিমিয়ার লীগ শিরোপো নিশ্চিত-এই সমীকরণ সামনে রেখেই
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে নামে লেস্টার।
কিন্তু পুরো ৯০ মিনিটের ম্যাচে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়
লেস্টারকে।

আর এতেই বিলম্বিত হয় তাদের শিরোপা উদযাপনের পর্ব। তবে অাগামীকাল টটেনহ্যামকে চেলসি হারিয়ে দিলেই নিশ্চিত হবে লেস্টারের প্রথম শিরোপা।

স্ট্রাইকার জেমি ভার্ডিকে ছাড়াই রোববার ম্যানসেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামে লেস্টার সিটি। শুরুতেই ফক্সদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে মার্শিয়াল-লিঙ্গার্ডরা। খেলার আট মিনিটের মাথায় ভ্যালেন্সিয়ার ক্রস থেকে ক্যাস্পার স্মাইকেলকে পরাস্ত করেন মার্শিয়াল।

এর ৯ মিনিট পরই ম্যানইউর জালে বল পাঠান লেস্টার অধিনায়ক মরগান।

এরপর আর গোলের দেখা পায়নি কোনো দলই। বরং ৮৬ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লেস্টার। লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কার হন ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটার।

পয়েন্ট তালিকায় ৩৬ ম্যাচ শেষে লেস্টারের সংগ্রহ ৭৭ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সংগ্রহ ৬৯। টটেনহ্যামের খেলা বাকি এখনও ৩টি। লেস্টারের বাকি ২টি। এই দুই ম্যাচ থেকে অন্তত দুই পয়েন্ট নিশ্চিত করতে হবে লেস্টারকে।