চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল লেবানন

লেবাননের রাজধানী বৈরুতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে অন্তত ৫৪ জন আহত হয়েছে।

অবস্থান ধর্মঘটে বসা বিক্ষোভাকারীদের ওপর মুখোশ পরা কিছু লোক হামলা চালালে তারা পার্লামেন্টের কাছে একটি স্কয়ারে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।

বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের পাশাপাশি আহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তাও আহত হয়। বৈরুতে প্রচুর দাঙ্গা পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জনতা অক্টোবর থেকে রাস্তায় নেমে ক্ষমতাসীনদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।

বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করার পর থেকে প্রতিবাদকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয়। হারিরি পদত্যাগ করলেও নতুন সরকার গঠনের আলোচনা স্থবির হয়ে আছে।