চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিভারপুল ছাড়লে ছুটির কথা ভেবে রেখেছেন ক্লপ

খুব দ্রুতই লিভারপুলের দায়িত্ব ছাড়তে চান না। ছাড়লে অন্তত একবছরের আগে অন্য ক্লাবের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন অলরেডদের ৩০ বছর পর লিগ শিরোপা জেতানো জার্মান কোচ ইয়ূর্গেন ক্লপ।

২০১৫ সালে লিভারপুলের কোচ হয়ে পাঁচ বছর ধরে দলটির দায়িত্বে আছেন ক্লপ। অলরেডদের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। যদিও ইঙ্গিত দিয়েছেন ২০২২ সালে দায়িত্ব ছেড়ে দিতে পারেন।

দায়িত্ব ছাড়লেও লিভারপুল ভক্তদের ক্লপ কথা দিয়েছেন, নতুন কোনো দলের দায়িত্ব নিতে কোনো তাড়াহুড়ো করবেন না এবং সেটা যত কঠিন পরিস্থিতিতেই হোক। অন্তত একবছর বিরতি দিয়ে অন্য দলের কোচ হবেন।

৫৩ বছর বয়সী জার্মানের ভাষ্যে, ‘অনেক মানুষই আমাকে এই প্রশ্ন (কবে ক্লাব ছাড়ছেন) করেন। কেউ পেপ গার্দিওলাকে (ম্যানসিটি কোচ) এই প্রশ্ন করে না, অথচ তার আর একবছর চুক্তি বাকি আছে।’

‘আমার এখনো চার বছর চুক্তি বাকি আছে। চার বছরে অনেককিছু হতে পারে। চার বছরে আমি চিন্তা করবো যে চুক্তি নবায়ন করবো কিনা!’

‘যদি চুক্তি না বাড়াই, তাহলে ছুটিতে চলে যাব। পরেরদিনই নতুন চাকরি নেব না, এটা নিশ্চিত। লিভারপুলের চাকরি ছাড়লে অন্তত একবছরের বিরতি নেব।’