চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিভারপুল কোচ বরখাস্ত

লিভারপুলের ম্যানেজার ব্রেন্ডন রজার্সকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের সাথে দল ড্র করার পরই তাকে বরখাস্ত করা হয়।

রোববার রাতে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করে অল রেডসরা। এই ড্রয়ের ফলে লিভারপুল পয়েন্ট তালিকার দশম অবস্থানে নেমে আসে। এরপর তাৎক্ষণিক এক সিদ্ধান্তে রজার্সকে সরিয়ে দেয়া হয়। সাড়ে তিনবছর ধরে প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাবের দায়িত্ব পালন করছিলেন তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আমেরিকান মালিকানাধীন এই ইংলিশ ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে, গত মৌসুমে দলের বাজে পারফর্মেন্সের পরও তাকে দ্বিতীয় সুযোগ দেয়া হয়েছিলো।

ক্লাবের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই দলের নতুন ম্যানেজার নিয়োগ দেয়া হচ্ছে।

লিভারপুলের সম্ভাব্য নতুন ম্যানেজারের তালিকায় এগিয়ে আছেন সাবেক বরুশিয়া ডর্টমুন্ড ম্যানেজার জারগেন ক্লপ। এছাড়া রিয়াল মাদ্রিদ ও চেলসির সাবেক কোচ কার্লো আনচেলোত্তি এবং আযাক্স ম্যানেজার ফ্রাঙ্ক ডি বোয়ের এর নামও শোনা যাচ্ছে।