চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ ৭ শ্রমিক নিহত

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশি শ্রমিকসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৩জন।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

সোমবার ত্রিপোলির ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত বিস্কুট কারখানায় এই বিমান হামলা চালানো হয়।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে ‘নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও দুই জন স্থানীয় নাগরিক।

এছাড়া হামলায় নাইজেরিয়া ও বাংলাদেশের অন্তত ৩৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। প্রতি বছর গড়ে দেড়লাখ বাংলাদেশি শ্রমিক লিবিয়ায় যান।

হাফতার বাহিনীর হামলা শুরুর পর থেকে ত্রিপোলি উপকণ্ঠে সংঘাতে এ পর্যন্ত এক হাজার লোক প্রাণ হারিয়েছে এবং এক লাখ ২০ হাজার মানুষ গৃহহীন হয়েছে।