চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিবিয়ায় গাদ্দাফি পুত্রের মৃত্যুদণ্ড

২০১১ সালের বিক্ষোভ দমনের সময় যুদ্ধাপরাধের অভিযোগে কর্নেল গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিয়েছে লিবিয়ার একটি আদালত।

গাদ্দাফি সরকারের আরও ৮ কর্মকর্তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের মধ্যে সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি এবং সাবেক প্রধানমন্ত্রী বাগদাদী আল মোহাম্মদীও রয়েছেন।

ত্রিপোলি সরকারের প্রধান তদন্ত কর্মকর্তা সাদিক আল সুর জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৪ সালের এপ্রিলে বিচার কাজ শুরু হয়। সাইফ আল ইসলামের অনুপস্থিতিতে এ বিচার হলেও তিনি মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন।