চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিটনের প্রথম টেস্ট সেঞ্চুরি, অপেক্ষায় মুশফিক

চট্টগ্রাম থেকে: দলের বিপর্যয়ের সময়ে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিমের সঙ্গে ‍জুটিতে বাংলাদেশকে ভালো সংগ্রহের পথে নিয়ে গেছেন লিটন দাস। পেয়েছেন টেস্টে নিজের প্রথম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৯৯ বলে। পথে মেরেছেন ১০টি চার ও একটি ছক্কা।

প্রথম সেঞ্চুরির দেখা পেতে লিটনকে খেলতে হয়েছে ২৬ টেস্ট। আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৯৫ রানের। সেঞ্চুরির পথে একবার জীবন পেয়েছেন লিটন। ৬৭ রানে শর্ট মিড উইকেটে ক্যাচ ছাড়েন সাজিদ খান। বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি।

পঞ্চাশের আগেই ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে প্রতিরোধ গড়েন মুশফিক ও লিটন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তাদের পঞ্চম উইকেট জুটিতে এসেছে রেকর্ড ১৮৬ রান। এখনও অবিচ্ছিন্ন দুজনে।

সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিক। ৭৭ রানে অপরাজিত মি. ডিপেন্ডেবল। ৭৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৩৫ রান।