চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লিঙ্গ নিরপেক্ষ হলো এমি অ্যাওয়ার্ড

এমি অ্যাওয়ার্ডের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, অভিনয় বিভাগে মনোনয়ন ও পুরস্কার প্রদানের ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষ থাকবে এমি। ‘সেরা অভিনেতা’ বা ‘সেরা অভিনেত্রী’ বিভাগের নাম বদলে ‘সেরা পারফর্মার’ করা হয়েছে।

মঙ্গলবার অফিশিয়াল ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, মনোনীত এবং বিজয়ীরা এখন থেকে তাদের সনদে ‘অভিনেতা’ কিংবা ‘অভিনেত্রী’র বদলে চাইলে ‘পারফর্মার’ লেখার জন্য আবেদন করতে পারবেন।

এমি পুরস্কারে গত কয়েক বছর ধরে বেশ কয়েকজন তারকা নিজেদের লিঙ্গ প্রকাশ করতে চাইছিলেন না। ‘বিলিয়নস’ তারকা এশিয়া কেট ডিলন ২০১৭ সালে টেলিভিশন অ্যাকাডেমিকে এই প্রসঙ্গে একটি চিঠিও পাঠিয়েছেন। এরপর এমি অ্যাওয়ার্ডের লিঙ্গ নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

নতুন এই নিয়ম চালু হবে ২০২১ এর এমি অ্যাওয়ার্ড সিজনের শুরু থেকে।