চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

লতিফ সিদ্দিকীর ব্যাপারে ঈদের পর সিদ্ধান্ত

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থাকা না থাকা নিয়ে ঈদের পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেন।

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ নিয়ে জটিলতার অবসান চেয়ে সংসদ সদস্য বিরোধ নিস্পত্তি আইন ১৯৮০’র বিধান অনুযায়ী সোমবার ইসির সিদ্ধান্ত চেয়ে চিঠি পাঠান স্পিকার।

তিন মাসের মধ্যে জটিলতার সমাধান করার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।

সচিব বলেছেন, আইনি বিচার বিশ্লেষণ করে ঈদের পরই চিঠির জবাব দেবে ইসি।

ইসলাম ধর্ম এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে নিয়ে মন্তব্যের কারণে সমালোচনার মুখে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী। পরে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হলে তিনি আর এমপি থাকবেন কি না তাই জানতে চেয়েছেন স্পিকার।

এর মধ্যে অবশ্য ধর্মীয় অনুভূতিতে আঘাতের অনেকগুলো মামলা হলে তিনি গ্রেফতার হন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছেন।