চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হাসপাতালে লতা মঙ্গেশকর, দেখতে গেলেন আশা ভোঁসলে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর। তাঁকে দেখতে সেখানে গেছেন তার বোন ও কিংবদন্তি আরেক শিল্পী আশা ভোঁসলে।

রবিবার মধ্যরাতে তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। সঙ্গে সঙ্গে লতাকে ভর্তি করা হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। শুরুতে তাঁর অবস্থা কিছুটা সংকটাপন্ন থাকলেও বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তাঁর চিকিৎসার দায়িত্বে আছেন হাসপাতালের শীর্ষ মেডিক্যাল অ্যাডভাইজার ডা. ফারুক-ই-উদওয়াদিয়া।

তবে লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে রচনা শাহ জানিয়েছেন, লতা মঙ্গেশকরের অবস্থা আশঙ্কাজনক নয়। ভাইরাল ইনফেকশনের আক্রান্ত হওয়ায় তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন বিপদ কিছুটা কমেছে।

সংগীত জগতের কিংবদন্তি লতা মঙ্গেশকর দেশের মানুষের মনে এমনই একটি জায়গা দখল করে রয়েছেন যে তাঁর যে কোনও অসুস্থতার সংবাদেই সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। বর্তমানে তাঁর বয়স হয়েছে ৯০। তাঁর দীর্ঘ বলিউড প্লেব্য়াক গানের ক্যারিয়ারে এক হাজারেরও বেশি গান গেয়েছেন।

ভারত সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন, পদ্মবিভূষণ ও পদ্মভূষণে সম্মানিত এই সংগীত শিল্পী ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন।