চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

র‌্যাব দিয়ে ভ্যাট আদায় করবে না এনবিআর

ভ্যাট আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেয়া র‌্যাবের প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে। এনবিআর জানিয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়ে র‌্যাবের কর্তৃত্ব না থাকবে না।

ভ্যাট আদায়ে র‌্যাবের হস্তক্ষেপ নিয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের উদ্বেগ প্রকাশের পরদিন এই সিদ্ধান্ত জানালো এনবিআর।

২৭ জানুয়ারি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় আর কর্মপরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যে ফেডারেশন ভবনে আয়োজিত সম্মেলনে ব্যবসায়ী নের্তৃবৃন্দ তাদের শঙ্কা ও দাবির কথা তুলে ধরেন।ভ্যাট আদায়ে র‌্যাবকে ব্যবহারের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

ভ্যাট আদায়ে এলিট ফোর্স যুক্ত হলে হয়রানি হবে বলে আশংকা তাদের। রাজস্ব আদায় কার্যক্রমকে গতিশীল করতে ভ্যাট ফাঁকি ঠেকাতে অভিযান চালাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) র‌্যাব চিঠি দেওয়ায় ব্যবসায়ীরা এই প্রতিক্রিয়া জানিয়েছিলো ব্যবসায়ী নেতারা।

এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেছিলেন,‘আমরা হয়রানি চাই না, আমরা ভ্যাট দিতে চাই। ১ টাকার ভ্যাট দিতে গিয়ে ৩ টাকার হয়রানি আমরা নিতে পারি না। এটা ব্যবসায়ীদের মধ্যে অহেতুক একটি আতঙ্ক তৈরি করছে। শান্তি মতো ব্যবসা না করতে পারলে আমরা ব্যবসাই করতে পারবো না। এতে দেশ এগুতে পারবে না’।