চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রাশিয়া চাইলেই রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠতা থাকায় মস্কোকে রোহিঙ্গা সঙ্কট সমাধানে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। 

সোভিয়েত-রাশিয়া অ্যালামনাইয়ের পঞ্চম এশিয়ান কনফারেন্সে তিনি বলেন: মিয়ানমারের ওপর রাশিয়ার যথেষ্ট প্রভাব রয়েছে। মস্কো চাইলেই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে নেপিদো।

মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের ভূমিকা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন: দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক।