চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা সংকট: নতুন করে আরো ১৩৬ জনের অনুপ্রবেশ

রাখাইন রাজ্য থেকে এখনও পালিয়ে আসছে রোহিঙ্গারা। তাদের ঢল কিছুতেই থামছে না। শুক্রবার নতুন করে আরো ৩২টি পরিবারের ১৩৬ জন রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে

সেনাবাহিনীর কক্সবাজারের টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে এসেছে ৩২টি পরিবারের ১৩৬ জন রোহিঙ্গা।

‘তাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়িযোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, কোনভাবেই রোহিঙ্গা আসা বন্ধ করা যাচ্ছে না। এরমধ্যে চলতি মাসের ১ তারিখ থেকে আজ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৪টি পরিবারের এক হাজার ৪৪৪ জন রোহিঙ্গা এসেছে। তাদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের বিভিন্ন আশ্রয় শিবিরে পাঠানো হয়েছে।