চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গা প্রত্যাবাসনে সু চি কে তাগিদ মাইক পেন্সের

সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশে নির্বাসিত ৭ লাখ রোহিঙ্গা ফেরত নিতে অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বুধবার সিঙ্গাপুরে আসিয়ান দেশসমূহের সম্মেলনে মিয়ানমারের নেত্রী সু চি’র সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নিয়ে বৈঠক করেন তারা।

বৈঠকে মিয়ানমার সেনা কর্তৃক রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের বাসভূমি থেকে উচ্ছেদের নিন্দা জানান মাইক পেন্স।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় মিয়ানমার সরকারের এবং দেশটির সেনা বাহিনীর অত্যাচার নির্যাতনের সমালোচনাও করেছেন তিনি।

একই সঙ্গে তিনি দেশটিতে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানান।

মাইক পেন্স জানান, সু চি’র অনুরোধেই সম্মেলনের এক ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সু চি রোহিঙ্গা সংকট বিষয়ে মিয়ানমার সরকারের অবস্থান তুলে ধরেন।