চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিকসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জার্মানির তিন সাংবাদিক ও পুলিশসহ ৬ জনকে বেদম মারধর করেছে রোহিঙ্গারা। এসময় ভাংচুর চালানো হয়েছে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন জার্মানির সংবাদিক ইয়োচো লিওলি, এস্ট্যাটিউ এপল ও গ্রান্ডস স্ট্যাফু, তাদের বাংলাদেশি দোভাষী বৈশাখী টেলিভিশনের হেড অব প্রোডাকশন সিহাব উদ্দিন সুমন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০) আহত হয়, পুলিশ সদস্য জাকির হোসেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, জার্মানির সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জমাকাপড় কিনে দিচ্ছিলেন।

এসময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে এক পুলিশ সদস্যও আহত হন। 

তিনি জানান, রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাংচুর করেছে। হামলাকারীরা ক্যামেরা কাগজপত্র (পাসপোর্ট) ও সাথে থাকা জিনিসপত্র নিয়ে যায়। আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্প হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।