চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নিপীড়ন বন্ধ ও রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সমস্যা এরইমধ্যে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছ বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

সোমবার আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যামচ্যামের মাসিক মধ্যাহ্ন ভোজে অতিথির ভাষণে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া এস বার্নিকাট এসব কথা বলেন।

বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনায় দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি কথা বলেন আলোচিত প্রসঙ্গ রোহিঙ্গা সমস্যা নিয়ে। এসময় বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করেন বার্নিকাট।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাবার বিষয়ে জোর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।বার্নিকাট জানিয়েছেন, রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানে যুক্তরাষ্ট্র আন্তরিক।

বিস্তারিত দেথুন ভিডিও রিপোর্টে: