চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাদের প্রতি নৃশংসতার তদন্ত করতে আদালত বসাবে মিয়ানমার

২০১৭ সালে রোহিঙ্গা নৃগোষ্ঠীর প্রতি নৃশংসতার তদন্ত করার জন্য আদালত বসাবে মিয়ানমার। সেখানকার সেনাবাহিনী একথা জানিয়েছে। 

সেই সময়ের কঠোর নীতির জন্য প্রায় ১০ লাখ রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসে।

একজন মেজর জেনারেল এবং দুই জন কর্নেলের সমন্বয়ে গঠিত এই আদালত ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘটনাগুলোর তদন্ত করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

বিবৃতিটি সেনা কমান্ডার ইন চিফ সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।  জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের করা নিরাপত্তাবাহিনীর দ্বারা পরিচালিত গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগের তদন্ত করবে আদালতটি।