চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের আরো ৩০ মিলিয়ন পাউন্ড

রোহিঙ্গাদের জন্য আরো ৩০ মিলিয়ন পাউন্ড অর্থ সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডস এবং অ্যালিস্টার বুর্টের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চলমান রোহিঙ্গা সংকট নিয়ে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে বৈঠক করেন ত্রাণমন্ত্রীর সঙ্গে।

বৈঠকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তা, অবকাঠামো নির্মাণ এবং এই সংকট বাংলাদেশ কিভাবে মোকাবেলা করছে তা নিয়ে আলোচনা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, রোহিঙ্গাদের পূনর্বাবাসনে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার।

বৈঠক শেষে ত্রাণমন্ত্রী বলেন, গত এক মাসে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের থাকা,খাওয়া নিয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে।

তিনি আরো বলেন, বান্দরাবান এবং কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র। রোহিঙ্গাদের সেখান থেকে সরিয়ে না নিলে পর্যটন খাত ক্ষতিগ্রস্থ হবে।রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। তাদের যাতে নাগরিকত্ব নিয়ে মিয়ানমার সরকার ফিরিয়ে নেয়, সে চেষ্টা অব্যাহত রাখবে বাংলাদেশ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: