চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের মাঝে কোরবানির পশু বিতরণ

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের মাঝে কক্সবাজার জেলা প্রশাসন কোরবানির পশু বিতরণ করেছে।

কক্সবাজার জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সরকারি আশ্রয়ন, শিশু পরিবার এবং দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে দিতে জেলা প্রশাসন কর্তৃক এ উদ্যোগ নেয়া হয়।

শনিবার বিকেলে কক্সবাজার শহরের বাহারছড়ায় গোলচত্বর মাঠে এসব পশু বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার,কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

ইতিমধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ঈদুল আযহা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশুর ব্যবস্থা করা হয়েছে। কোরবানির পশু সরবরাহকারী সকল সংস্থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

রোহিঙ্গাদের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠী। তাই এসব ক্ষতিগ্রস্তদের মাঝে পশু বিতরণ করা হয় বলে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানিয়েছেন।