চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোমাঞ্চকর ট্রাইবেকারে সেমিফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচে ট্রাইবেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট গোলশুন্য থাকার পর ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। রোমাঞ্চকর শুট-আউটে ৫-৪ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে কোপার সেমি-ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। আর্জেন্টিনার পক্ষে জয়সুচক গোলটি করেন কার্লোস তেভেজ।

ট্রাইবেকারে আর্জেন্টিনার হয়ে সপ্তম স্পট-কিকটি নেন তেভেজ। শুক্রবারের ম্যাচটিতে লুকাস বিজলিয়া এবং মার্কোস রোজোর ব্যর্থতার পর তেভেজের কৌশলি শটটি কলম্বিয়ার জালে প্রবেশ করে।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আর্জেন্টিনার সামনে বারবার প্রতিরোধের দেয়াল তুলেন কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। ম্যাচের ২৬ তম মিনিটে পেনাল্টি বক্সের ভেতরে পরপর দুইটি আক্রমণ দুর্দান্তভাবে প্রতিহত করেন ওসপিনা। সার্জিও আগুয়েরোর শটের পর মেসির হেডও ফিরিয়ে দেন অসাধারন নৈপুণ্য দেখিয়ে।

৯০ মিনিটের খেলায় মাত্র একবারই প্রতিপক্ষের শট ফিরিয়ে দেয়া আর্জেন্টিনার গোলরক্ষক লক্ষ্য সার্জিও রোমেরো ট্রাইবেকারে অসাধারণ কিছু সেভ করে দলকে শেষ চারে নিয়ে যান।

ট্রাইবেকারে গড়ানো ম্যাচটিতে উভয় দলের তিনটি তিনটি করে প্রথম ৬ টি শটই জালে প্রবেশ করে। চতুর্থতম শটটি নিতে এসে গোলপোস্টের উপর দিয়ে বল মেরে লক্ষচ্যুত হন কলম্বিয়ার লুইস মুরিয়েল। এরপর আর্জেন্টিনার ইজিকুয়িল ল্যাভেজ্জি এবং কলম্বিয়ার কারডোনার শট জালের দেখা পায়। বিজলিয়ার ব্যর্থতায় সাডেন-ডেথ অবস্থায় চলে যায়। উভয় দলের পরবর্তী তিনটি শট জালে প্রবেশে ব্যর্থ হলে তেভেজের গোলে জয় নিশ্চিত আর্জেন্টিনার।