চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোববার স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর প্রস্তুতি

করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রোববার থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানগুলো।

স্কুলগুলোতে গিয়ে দেখা গেছে, শুরুতে শিক্ষকরা নিজেরা নিজেরা সভা করছেন যে কিভাবে সব কার্যক্রম পরিচালনা করা হবে। পরে তারা বসেছেন অভিভাবকদের সঙ্গে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে সন্তানদের স্কুলে পাঠাবেন সে বিষয়ে আলোচনা করতে।

স্কুলগুলোর প্রবেশমুখে রাখা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্যসুরক্ষার নানান উপাদান। তাছাড়া ডেঙ্গু রোগের যেন বিস্তার না ঘটে সেজন্যও নেয়া হচ্ছে পদক্ষেপ।

শ্রেণীকক্ষ ও টয়লেটগুলোও পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। সবখানেই স্বাস্থ্যসুরক্ষার নানান সামগ্রী রাখা হয়েছে।

শনিবারও বিভিন্ন স্কুলে অভিভাবকদের সঙ্গে অনেক শিক্ষার্থী এসেছে রুটিন নিতে। আগামীকাল থেকে স্কুল খোলার খবরে তাদের আশা তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। তারপর থেকে বিভিন্ন দফায় ছুটি বাড়িয়ে এ পর্যন্ত বন্ধ ছিলো দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।