চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোববার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেলেন ২ হাজার ১০৫ জন

দেশে করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আজ রোববার একদিনে ভ্যাকসিন দেয়া হয়েছে ২ হাজার ১১৬ জনকে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২ হাজার ৯২ ডোজ এবং সিনোফার্মের ১৩ ডোজ। এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে ৪২ লাখ ৮৬ হাজার ৩৬৫ জন।

সবমিলিয়ে প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট ভ্যাকসিন দেয়া হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৮০ ডোজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে: রোববার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।