চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

রোববার থেকে আপিল বিভাগের ২টি বেঞ্চে বিচারকাজ চলবে

দীর্ঘদিন ১টি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হওয়ার পর রোববার থেকে আবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ২টি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের রোববারের কার্যতালিকায় দেখা যায়, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় বিচারপতির ১নং বেঞ্চে ৬৩৯টি মামলা রয়েছে। অন্যদিকে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো: নূরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে রয়েছে ৫০টি মামলা।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগে বর্তমানে বিচারপতি আছেন ৭ জন। অন্য ৬ জন হলেন বিচারপতি মো. ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

অন্যদিকে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী দেশের ২৩তম প্রধান বিচারপতি হওয়ার পর ছুটিতে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।