চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনাল্ডোর হাত ধরে ভিনিসিয়াসকে চায় ভ্যালাদোলিদ

দুদিন আগেই খবর বেরিয়েছে একটি স্প্যানিশ ক্লাবের মালিক হওয়ার একেবারে দ্বারপ্রান্তে রোনাল্ডো নাজারিও। স্পেনের ক্লাব রিয়াল ভ্যালাদোলিদের মালিক হচ্ছেন তিনি। ওই ক্লাবের অধিকাংশ শেয়ারই থাকবে ব্রাজিলিয়ান কিংবদন্তির হাতে।

খবরে প্রকাশ, ৩০ মিলিয়ন ইউরোতে ক্লাবের শেয়ার কিনতে রাজি হয়েছেন রোনাল্ডো। একইসঙ্গে তিনি ক্লাব প্রেসিডেন্টও হবেন।

রোনাল্ডোর মালিক হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে আশাবাদী হয়ে উঠছেন ভ্যালাদোলিদ সমর্থকরা। তাদের আশা, রোনাল্ডো চাইলে রিয়াল মাদ্রিদ থেকে তারই স্বদেশী উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়রকে উত্তর স্প্যানিশ শহরে আনতে পারবেন। সেটা লোনে হলেও।

ভ্যালাদোলিদের মালিক হতে চললেও রিয়াল মাদ্রিদের বোর্ড সদস্যদের একজন রোনাল্ডো। বার্নাব্যুতে ভিনিসিয়াসের পরিচয়পর্বের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। এসবের মধ্যেও সূত্র খুঁজছে ভ্যালাদোলিদ। কারণ, রোনাল্ডো কোনো অনুরোধ করলে সেটা সহজেই ফেলতে পারবে না রিয়াল মাদ্রিদ।

দুবছর আগেই ভিনিসিয়াসকে কিনে রেখেছিল রিয়াল মাদ্রিদ। ১৮ বছর পূর্ণ হওয়ার পর ৪৫ মিলিয়ন ইউরোতে এই মৌসুমেই বার্নাব্যুতে পা রেখেছেন ব্রাজিলের সম্ভাবনাময় নতুন তারকা। তবে রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলন করলেও তিনি খেলছেন ক্লাবের ‘বি’ দলের হয়ে।