চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদো নাকি সালাহ: কয়েক ঘণ্টা পরেই জেনে যাবেন

নিজের শহরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাই আবহটা চুটিয়ে উপভোগ করছেন আন্দ্রে শেভচেঙ্কো। নিজে তিনটি ফাইনাল খেলেছেন বলেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সম্পর্কে একটু বেশি ভালো জানে তিনি। সেই শেভচেঙ্কোই বলছেন, ফাইনালে ফেভারিটরা হারে।

ব্যালন ডি’অর জেতা সাবেক ফুটলার এখন ইউক্রেনের ম্যানেজার। তার ভাষায়, ‘চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হল যোদ্ধাদের লড়াই। এটা একটা যুদ্ধক্ষেত্র। রিয়াল মাদ্রিদ এই যুদ্ধে অভ্যস্ত। লিভারপুলের কাছে এটা একটু নতুন। গত ১০ বছরে প্রথম।’

এসি মিলান ও চেলসির জার্সি গায়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন শেভচেঙ্কো। মিলানের জার্সিতে একবার জিতলেও চেলসির হয়ে দুইবার রানারআপ হন। নিজের শহরে অবশ্য কে জিতবে সেটা গোপন রেখেছেন সাবেক এই ইউক্রেনিয়ান সুপারস্টার।

শেভচেঙ্কো বলেন, ‘ফাইনালে যারা যায়, তাদের মধ্য কিছু সেরা থাকে। দুটি দলের মধ্য সেই বিশেষত্ব রয়েছে। ফাইনালের চাপ আলাদা। তবে ফেভারিটরাও অনেক সময় হেরে যায়।’

চেলসির উদাহরণ টেনে ইউক্রেন জাতীয় দলের এই ম্যানেজার বলেন, ‘চেলসি সে সময় (তার সময়) ফেভারিট ছিল। কী সব খেলোয়াড়। জন টেরি, ল্যাম্পার্ড, দ্রোগবা। সেই ম্যাচও চেলসি হেরে গেল। সে জন্যই বলি, আগাম কিছু হয় না।’

কিয়েভের ফাইনালের আগে থেকেই তুমুল আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো এবং মোহামেদ সালাহ নিয়ে। কে সেরা? শেভচেঙ্কো সে আলোচনায় না ঢুকে বলেছেন, ‘আর কয়েক ঘণ্টা পরেই তো সব জেনে যাবেন।’