চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোনালদোদের মাঠে কঠিন লড়াই দেখছেন গ্রিজম্যান

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকেট কাটতে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে লড়বে অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগের মহারণের আগে অ্যান্টনিও গ্রিজম্যান শক্তিশালী প্রতিপক্ষকে করছেন সমীহ, অবশ্য নিজেদেরই রাখছেন এগিয়ে। মঙ্গলবার রাতে কঠিন লড়াইয়ের আভাস দিয়েছেন রোজা ব্লাঙ্কোসদের ফরোয়ার্ড।

শেষ ষোলোর প্রথম লেগে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ১-১ গোলে ড্র করেছে দুদল। রেড ডেভিলদের মাঠে তাই জয়ের বিকল্প নেই কারোরই। জয়ের পেতে প্রতি সেকেন্ড লড়তে হবে বলেও মানছেন ফ্রেঞ্চম্যান গ্রিজম্যান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘এটি খুব সুন্দর স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স লিগের রাত সবসময় স্পেশাল। আশা করি রাতটাকে সুন্দর করে জিতবো এবং এগিয়ে যাবো। জেতার মতো দল আছে আমাদের।’

জয়ে চোখ রাখলেও প্রতিপক্ষের মাঠে খেলাকে কঠিন মানছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড, ‘এটা খুব কঠিন ম্যাচ হতে চলেছে, ওখানে আমাদের প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে লড়তে হবে। আমাদের যা করে দেখানোর সম্ভাবনা আছে এবং এই রাতের জন্য আমরা প্রস্তুত।’

রোনালদো-কাভানিদের বিপক্ষে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকোকে দারুণকিছু এনে দিতে আত্মবিশ্বাসী গ্রিজম্যান। গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগে বললেন, ‘আশা করি দলকে সাহায্য করতে পারব, গত ম্যাচে গোল ও অ্যাসিস্টে যেভাবে সহায়তা করেছিলাম, ঠিক একইভাবে এই ম্যাচও জিতব।’

মহারণের আগে নিজেদের শেষ লিগ ম্যাচে দুদলেই জয় তুলেছে। লা লিগায় কাদিজের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। প্রিমিয়ার লিগে রোনালদোর হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।