চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেসলারের করোনা শনাক্ত, বন্ধ ডব্লিউডব্লিউই

এক রেসলারের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ার দ্রুত বন্ধ করে দেয়া হয়েছে অরল্যান্ডোতে ডব্লিউডব্লিউই রেসলিংয়ের ট্রেনিং সেন্টার। ওই রেসলারের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

একজন উঠতি রেসলারের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেনিং সেন্টারের মেডিকেল ডিরেক্টর ড. জেফরি ডুগাস। সবাইকে করোনা পরীক্ষার পাশাপাশি আপাতত ট্রেনিং ফ্যাসিলিটির কাজ বন্ধ থাকবে সেজন্য।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো করোনার হানা পড়ল টেলিভিশনে ডব্লিউডব্লিউই রেসলিং দুনিয়ায়। আগে অনস্ক্রিন রেসলার নন এমন একজন আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি পুরোপুরি সুস্থ।

করোনা পরিস্থিতির কারণে বেশ ক্ষতির মুখেই পড়েছে ডব্লিউডব্লিউই। টিভিতে অনুষ্ঠান প্রচার হলেও তা ছিল দর্শকবিহীন। উঠতি তারকারা অবশ্য ইদানীং হকি গ্লাস পরে অনুশীলন করতেন। রিংয়ের আশেপাশে বাকিদের আসা-যাওয়া ছিল নিষিদ্ধ। নিষিদ্ধ করা হয়েছে একে অন্যের সাথে হাত মেলানোও।