চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রেলওয়ের সিগনালের সংযোগ বিচ্ছিন্ন, দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল ঘারিন্ধা রেল স্টেশনে নির্মাণ কাজ করার সময় সিগনাল ক্যাবলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচলে দুর্ঘটনার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে ২টায় রেল লাইনে এক ঠিকাদার কাজ করার সময় বেকু দিয়ে ক্যাবলটি কেটে ফেলে।

স্টেশন সূত্র জানায়, ষ্টেশনে কয়েক দিন যাবত প্লাটফর্মের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর সকাল থেকে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুপুরে কাজ করার সময় ৮ টি ক্যাবলের মধ্যে একটি ক্যাবল কেটে যায়। এতে করে ২ নম্বর লেন ট্রেকের সিগনাল ফেল করেছে। কোন সিগনাল কাজ করছে না। ফলে সিগন্যাল মিস করে যে কোন সময় বড় দুর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সিগনালের খালাসি জহুরুল হক জানান, ক্যাবলটি কেটে যাওয়ায় লাইনে চলাচল করা সকল ট্রেন হুমকির মুখে পড়বে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এলে ক্যাবলটি মেরামত করা হবে।

এ বিষয়ে ষ্টেশনে গিয়ে স্টেশন মাস্টার সোহেল মিয়াকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।